কক্সবাজারে ২২ স্কুলে ১১০টি শিশুবান্ধব শ্রেণিকক্ষ হস্তান্তর করল ইউনিসেফ

ছবি সৌজন্য: ইউনিসেফ

কক্সবাজারের ২২টি স্কুলে ১১০টি শিশুবান্ধব শ্রেণিকক্ষ তৈরি করেছে ইউনিসেফ। বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা শ্রেণিকক্ষগুলোর মধ্যে ৭৬টি নতুন নির্মিত এবং ৩৬টি সংস্কার করা।

ইউনিসেফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ও উন্নত শ্রেণিকক্ষগুলো বাংলাদেশের ৮ হাজারের বেশি শিশুকে শিশুবান্ধব শিক্ষার পরিবেশ ও শিক্ষা গ্রহণের আরও ভালো সুযোগ করে দেবে।

মিয়ানমার থেকে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার চাপ মোকাবিলা করছে কক্সবাজার। এই জেলার স্থানীয় শিশুদের সহযোগিতায় ইউনিসেফের উদ্যোগের অংশ হিসেবে এসব শ্রেণিকক্ষ প্রস্তুত করা হয়েছে। ইউনিসেফের 'স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান' এর আওতায় কক্সবাজারে মোট ৬৫৭টি স্কুল উপকৃত হয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মি. শেলডন ইয়েট বলেছেন, 'শিশুরা দিনের একটি বড় অংশ কাটায় শ্রেণিকক্ষে। সত্যিকার অর্থেই শ্রেণিকক্ষ তাদের কাছে দ্বিতীয় বাড়ির মতো মনে হওয়া উচিত। গবেষণায় দেখা যায়, শ্রেণিকক্ষ যখন শিশুবান্ধব ও নিরাপদ হয় তখন শিশুরা শিখতে অনুপ্রাণিত হয়। তাদের স্কুলে ভর্তি ও উপস্থিতি বেড়ে যায়। একই সঙ্গে স্কুল শেষ করার হারও বাড়ে।'

শিশুবান্ধব শ্রেণিকক্ষগুলো নির্মাণ ও সংস্কার করা হয়েছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের সহায়তায়। এখানে থাকছে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ডেস্ক, বেঞ্চ ও চেয়ার। প্রতিবন্ধী শিশুদের জন্য র‌্যাম্প ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

9h ago