বরিশালের ৫ জেলায় পাসে এগিয়ে মেয়েরা, ১টিতে ছেলেরা

আজ সোমবার প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে ৫টিতে পাসের দিক থেকে এগিয়ে মেয়েরা। শুধু ভোলায় ছেলেরা এগিয়ে আছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পটুয়াখালীতে উত্তীর্ণ ১৪ হাজার ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৩৬৯ জন মেয়ে। এ জেলায় পাসের হার ৮৪ দশমিক ২৩ শতাংশ।

বরগুনায় উত্তীর্ণ ৮ হাজার ৯৩১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৬৮৬ জন মেয়ে। এ জেলায় পাসের হার ৯০ দশমিক ৭৩ শতাংশ।

বরিশালে শতকরা ৯০ দশমিক ৫৪ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ২৯ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৪৯৫ জন মেয়ে।  

এ ছাড়া, পিরোজপুরে উত্তীর্ণ ১০ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৫২ জন মেয়ে এবং এ জেলায় শতকরা পাসের হার ৯১ দশমিক ৮৩ ভাগ।

ঝালকাঠিতে উত্তীর্ণ ৭ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩৯ জন মেয়ে এবং পাসের হার শতকরা ৮৬ দশমিক ৯৩ ভাগ।

তবে ভোলা জেলায় পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের দিক থেকে এগিয়ে ছেলেরা। এ জেলায় উত্তীর্ণ ১৪ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৬১০ জন ছেলে।

বরিশাল বিভাগে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৬৪টি স্কুল থেকে ৯৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এবার। তাদের মধ্যে ৮৫ হাজার ১৪ জন উত্তীর্ণ হয়েছে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

4h ago