বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পাস, ছেলের চেয়ে ভালো ফল বাবার

এখলাছ উদ্দীন নয়ন। ছবি: সংগৃহীত

৪৫ বছরে বয়সে এ বছর এসএসসি পাস করেছেন ময়মনসিংহের গৌরীপুরের সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দীন নয়ন। তার ছেলে রাকিবুল হাসান রায়হানও এসএসসি পাস করেছে এবার। ছেলে ফল ভালো করেছে, পেয়েছে জিপিএ ৪.৮৩। তবে বাবার ফল আরও ভালো, তিনি পেয়েছেন জিপিএ-৫।

গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন। নেত্রকোণার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি। আর ছেলে রায়হান পরীক্ষা দিয়েছে গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে।

নয়ন জানান, তিনি ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেননি। তার ছেলে পড়াশোনা করছে, মেয়ে অনার্সে পড়ছেন। স্ত্রীও এসএসসি পাস। তাই তিনিও লেখাপড়া আবার শুরু করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, 'শিক্ষার কোনো বয়স নাই। আমার আগ্রহ ছিল লেখাপড়া করার। সেই আগ্রহ থেকেই এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছি।'

এদিকে স্বামীর ভালো ফলাফলে খুশি তার স্ত্রী সমলা বেগম।

তিনি বলেন, 'আমাদের পরিবারের সবাই এসএসসি পাস এখন। আমরা অনেক খুশি।'

ছেলে রায়হানও উচ্ছ্বসিত বাবার সাফল্যে। বাবার সঙ্গে এখন একসঙ্গে কলেজে যাওয়ার অপেক্ষায় সে।

মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, 'নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। তিনি এ বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করায় আমরা গর্বিত।'

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, 'এ ধরনের উদাহারণ সমাজের জন্য খুবই ইতিবাচক। তার এই সফলতা নতুন প্রজন্মকে উৎসাহ দেবে। আমরা তাকে অভিনন্দন জানাই।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago