এসএসসির ফল পুনর্মূল্যায়নের আবেদন শুরু আগামীকাল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার থেকে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে।
স্টার ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার থেকে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে।

শিক্ষা বোর্ডগুলো পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীরা তাদের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের সিম ব্যবহার করে শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

শিক্ষার্থীদের প্রতিটি পরীক্ষার ফল পর্যালোচনার জন্য ১২৫ টাকা দিতে হবে এবং তারা একক এসএমএসের মাধ্যমে একাধিক পেপার পর্যালোচনার জন্য আবেদন করতে পারবে।

এ বছর নয়টি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ লাখ ৮৮ হাজার ৬৫৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে ৮৮ দশমিক ১০ শতাংশ পাস করেছে, যা গত বছর ছিল ৯৪ দশমিক শূন্য ৮ শতাংশ।

Comments