ভিকারুননিসার ৪১ শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট
ফাইল ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে ৪১ বোন ও যমজ শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ৪১ পরীক্ষার্থী শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীদের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, যদি ভাই-বোনেরা বেসরকারি স্কুলের অধীনে একই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে থাকে; স্কুল ও কলেজের (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নিয়ম-২০২২ অনুযায়ী সংশ্লিষ্ট ভর্তি কমিটি তাদের আবেদনপত্র যাচাই-বাছাই করে ভর্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

এই নিয়মের অধীনে ২০২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কয়েকজন যমজ শিশুসহ ৪১ শিক্ষার্থী আবেদন করেছিল।

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

1h ago