ভিকারুননিসার ৪১ শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ হাইকোর্টের

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে ৪১ বোন ও যমজ শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
২১ আগস্ট, গ্রেনেড হামলা
ফাইল ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে ৪১ বোন ও যমজ শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ৪১ পরীক্ষার্থী শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীদের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, যদি ভাই-বোনেরা বেসরকারি স্কুলের অধীনে একই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে থাকে; স্কুল ও কলেজের (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নিয়ম-২০২২ অনুযায়ী সংশ্লিষ্ট ভর্তি কমিটি তাদের আবেদনপত্র যাচাই-বাছাই করে ভর্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

এই নিয়মের অধীনে ২০২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কয়েকজন যমজ শিশুসহ ৪১ শিক্ষার্থী আবেদন করেছিল।

Comments