ভিকারুননিসার শিক্ষকদের কোচিং-প্রাইভেটে পড়ানো নিষেধ

স্কুলের বাইরে পড়ালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
ভিকারুননিসা
ফাইল ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না।

স্কুলের বাইরে পড়ালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগ আনার মধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানালো ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ।

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে ওই শিক্ষককে গ্রেপ্তারের পর আজ আদালতের নির্দেশে রিমান্ডে নিয়েছে পুলিশ।

শিক্ষকদের কোচিংয়ে বা প্রাইভেট পড়ানো বন্ধের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, 'আমরা যদি এটা বন্ধ না করতাম, তাহলে কোনো সমাধান করা যেত না। আমাদের স্কুলে যৌন হয়রানির সব ঘটনাই ঘটেছে শিক্ষকের প্রাইভেট কোচিং সেন্টারে। আমাদের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শিক্ষক মুরাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর স্কুলটির আজিমপুর শাখা থেকে তাকে প্রত্যাহার করা হয়।

Comments