আইইএলটিএস ছাড়াই কানাডার ৫ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

আইএলটিএস ছাড়াই কানাডার ৫ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ
কার্লটন বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

যেসব দেশ বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বন্ধুসুলভ পরিবেশ ও বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিচিতি সেসব দেশের মধ্যে কানাডা অন্যতম। প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী কানাডায় পাড়ি দেয় উচ্চশিক্ষা অর্জন এবং অভিবাসী হওয়ার উদ্দেশ্যে।

অন্যান্য দেশের মতো কানাডার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস বা অন্যান্য ভাষাগত দক্ষতার পরীক্ষায় ভালো ফলাফল থাকা আবশ্যকীয় শর্ত থাকে। তবে দেশটির নামকরা ৫টি বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথ সুগম করতে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপ অফার করে থাকে। 

কার্লটন বিশ্ববিদ্যালয়

কানাডার অটোয়াতে অবস্থিত কার্লটন বিশ্ববিদ্যালয়ে রয়েছে ২০০টিরও বেশি প্রোগ্রাম, যার মধ্যে বেশ কয়েকটি কানাডার অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র। বিশ্ববিদ্যালয়টি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এনট্রান্স স্কলারশিপ প্রোগ্রামে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটের আওতায় বছরে ১ হাজার থেকে ১৬ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত ফান্ড দেয়। এই স্কলারশিপে ভাষাগত দক্ষতার পরীক্ষা বা আইইএলটিএসের ফলাফলের প্রয়োজন পড়ে না।

বিষয়ভিত্তিক প্রোগ্রাম

কার্লটন বিশ্ববিদ্যালয়ে গণিত, বিজ্ঞান, সঙ্গীত, কম্পিউটার সায়েন্স, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, মিডিয়া প্রোডাকশন অ্যান্ড ডিজাইন, সাংবাদিকতা ও মানবিক, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, হেলথ সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যবসায়, কগনিটিভ সায়েন্স, এগ্রিকালচারাল স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে। 

আবেদনের যোগ্যতা

অবশ্যই ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হতে হবে।

আন্ডারগ্র্যাজুয়েট হলে একাডেমিক ফলাফল কমপক্ষে গড়ে ৮০ শতাংশ এবং গ্র্যাজুয়েট হলে ১০ থেকে ১২ থাকতে হবে (সিজিপিএ হিসেবে)।

ফুল টাইম আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।   

আবেদন প্রক্রিয়া

স্কলারশিপের জন্য ভিন্ন কোনো আবেদনপত্রের প্রয়োজন নেই। আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আবেদন এবং ডকুমেন্ট জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য মনোনীত হবে। এ ক্ষেত্রে ফল টার্মের জন্য ১লা মার্চ এবং উইন্টার টার্মের জন্য ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন

কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়

কানাডার মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত। এখানে রয়েছে ৫০০টিরও বেশি প্রোগ্রাম। যার মধ্যে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য ১০০টির বেশি আন্ডারগ্র‍্যাজুয়েট ও ১০০টির বেশি গ্র‍্যাজুয়েট প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে থাকে। যার মধ্যে অসাধারণ একাডেমিক ফলাফলধারী ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য এক্সিলেন্স অ্যান্ড ডিস্টিঙ্কশন স্কলারশিপ দিয়ে থাকে। যা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কভার করার পাশাপাশি এবং জীবনযাত্রার ব্যয়ের জন্য উপবৃত্তির সুবিধা প্রদান করে। এই স্কলারশিপের জন্য ভাষাগত দক্ষতা পরীক্ষার প্রয়োজন নেই।

বিষয়ভিত্তিক প্রোগ্রাম

আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামে জীববিজ্ঞান, গণিত, রসায়ন, ইতিহাস, দর্শন, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, যোগাযোগ, অর্থনীতি, ইংরেজি, ফিন্যান্স, ডিজাইন, মানবিক, সাংবাদিকতা, ব্যবস্থাপনা, পদার্থবিদ্যা ইত্যাদি বিষয়ে পড়া যাবে।

আবেদনের যোগ্যতা

অবশ্যই ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হতে হবে।

একাডেমিক ফলাফল কমপক্ষে গড়ে ৮০ শতাংশ থাকতে হবে (সিজিপিএ হিসেবে)।

কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।   

আবেদন প্রক্রিয়া

আবেদনকারী কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য মনোনীত হবে। স্কলারশিপের জন্য ভিন্ন কোনো আবেদনপত্রের প্রয়োজন নেই। পরবর্তীতে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে ফল টার্মের জন্য ১লা মার্চ এবং উইন্টার টার্মের জন্য ১লা নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

এখানে আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে

ইউনিভার্সিটি অব উইনিপেগ

কানাডার ইউনিভার্সিটি অব উইনিপেগ পাবলিক গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে। অন্যান্য সুবিধার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড, বৃত্তি, স্কলারশিপ, পুরস্কারের মাধ্যমে একাডেমিক সফলতার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। যার মধ্যে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের সুবিধার্থে যেকোনো আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কানাডার ইউনিভার্সিটি অব উইনিপেগ প্রেসিডেন্ট স্কলারশিপ ফর ওয়ার্ল্ড লিডারস নামে স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের জন্য ভাষাগত দক্ষতার পরীক্ষার প্রয়োজন নেই এবং এটি টিউশন ফি কভার করার পাশাপাশি থাকার খরচ বহনের জন্য ফান্ড দেয়।

বিষয়ভিত্তিক প্রোগ্রাম

ইউনিভার্সিটি অব উইনিপেগ আর্টস, বিজনেস অ্যান্ড ইকোনমিকস, এডুকেশন, সায়েন্স, কিনেসিওলোজি অ্যান্ড অ্যাপ্লাইড হেলথ- এই ৫টি অনুষদে ৩-৪ বছর মেয়াদে অনার্স ব্যাচেলর প্রোগ্রাম অফার করে। এ ছাড়া অ্যাপ্লাইড অ্যান্ড জয়েন্ট প্রোগ্রাম এবং প্রি-প্রফেশনাল স্ট্রিমে মেডিসিন, আইন, ডেন্টিস্ট্রি অ্যান্ড অপটোমেট্রি বিষয়ে অধ্যয়নের সুযোগ দেয়।

আবেদনের যোগ্যতা

অবশ্যই ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হতে হবে।

একাডেমিক ফলাফল কমপক্ষে গড়ে ৮০ শতাংশ থাকতে হবে (সিজিপিএ হিসেবে)।

ইউনিভার্সিটি অব উইনিপেগে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। 

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে ইউনিভার্সিটি অব উইনপেগের আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। প্রেসিডেন্ট স্কলারশিপ ফর ওয়ার্ল্ড লিডারস স্কলারশিপের জন্য আলাদা আবেদনপত্র পূরণ করতে হবে এবং নির্দেশনা মোতাবেক রচনা ও রেফারেন্স লেটার জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১লা জুন।

 আবেদনের যাবতীয় বিষয় সম্পর্কে জানা যাবে এখানে

ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ান

কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ান বিশ্ব নেতৃত্বে আলাদা জায়গা দখল করে আছে। বিশ্বের নানা অস্থিতিশীল পরিস্থিতিতে এই বিশ্ববিদ্যালয় রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য যেকোনো আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট বা গবেষণাভিত্তিক প্রোগ্রামে এই বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড নামে স্কলারশিপ প্রদান করে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে এবং ভাষাগত দক্ষতার পরীক্ষার স্কোর প্রয়োজন পড়বে না।

বিষয়ভিত্তিক প্রোগ্রাম

ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ানে হিসাববিজ্ঞান, অ্যাডভান্সড ভেটেরিনারি অ্যান্ড ডায়াগনিস্টিক প্যাথলজি, এগ্রিকালচারাল ইকোনমিকস, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি, অ্যানিমেল অ্যান্ড পোল্ট্রি সায়েন্স, নৃবিজ্ঞান, অ্যাপ্লাইড কম্পিউটিং, অ্যাপ্লাইড ইকোনমিকস, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, প্রত্নবিদ্যা, অর্থনীতি, আইন, জীববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, রসায়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইংরেজি, ফিন্যান্স, মার্কেটিং, ভূতত্ত্ব, ইতিহাস, গণিত, দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে পড়া যাবে। 

আবেদনের যোগ্যতা

অবশ্যই ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হতে হবে।

একাডেমিক ফলাফল কমপক্ষে গড়ে ৮০ শতাংশ থাকতে হবে (সিজিপিএ হিসেবে)।

ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ানে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট বা গবেষণাভিত্তিক প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। 

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীর ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ানের আবেদনপত্রের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য বিবেচনা করায় ভিন্ন কোনো আবেদনপত্রের প্রয়োজন পড়ে না। এ ক্ষেত্রে ১লা ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের জন্য অন্যান্য বিষয়াদি জানতে যেতে হবে এখানে

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া কানাডার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে বেশ অনন্য। বিশেষত এই বিশ্ববিদ্যালয়টি এমবিএ প্রোগ্রামের জন্য খ্যাত। এখানকার আন্ডারগ্র‍্যাজুয়েট ও গ্র‍্যাজুয়েট প্রোগ্রামের বেশিরভাগ প্রোগ্রামই সেরার তালিকায়। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের নেতৃত্ব দক্ষতা ও একাডেমিক সাফল্যের ওপর ভিত্তি করে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ড নামক স্কলারশিপ অফার করে। এতে ভাষাগত দক্ষতার পরীক্ষার দরকার হয় না। এটি টিউশন ফি কভারের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বহনের জন্য ফান্ড দেয়। 

বিষয়ভিত্তিক প্রোগ্রাম

আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজনেস অ্যান্ড ইকোনমিকস, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, ইতিহাস, আইন ও রাজনীতি, গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুয়েস্টিকস, মিডিয়া অ্যান্ড ফাইন আর্টস, পিপল, কালচার অ্যান্ড সোসাইটি, আর্থ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি বিভাগে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। 

আবেদনের যোগ্যতা

অবশ্যই ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হতে হবে।

একাডেমিক ফলাফল কমপক্ষে গড়ে ৮০ শতাংশ থাকতে হবে (সিজিপিএ হিসেবে)।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। 

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্য আলাদা আবেদনপত্র পূরণ করতে হবে এবং নির্দেশনা মোতাবেক রচনা ও রেফারেন্স লেটার ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

আবেদন বিষয়ে বিস্তারিত জানতে পারেন এখানে 

Comments

The Daily Star  | English

Rooppur, MRT-1, Matarbari to get special focus

Three mega projects will get special focus in the upcoming development budget with the view to providing cheaper electricity, easing Dhaka dwellers’ transportation problem and enhancing international trade for Bangladesh.

13h ago