মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন পাঠিয়ে নকল সংগ্রহ, মতলবে ৫ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের মতলবে পরীক্ষার হলে স্মার্টফোন ব্যবহার করে নকল সংগ্রহের দায়ে ৫ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ থানার ওসি সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, 'পরীক্ষার শুরু থেকে ওই ৫ পরীক্ষার্থী নকল করে আসছিল। পরীক্ষার হলে তাদের কাছে স্মার্ট ফোন থাকত। প্রশ্ন দেওয়ার পরপরই প্রশ্নের ছবি তুলে তারা বাইরে পাঠিয়ে দিত। পরে তাদেরকে মেসেঞ্জারে একটা একটা করে উত্তর সরবরাহ করা হত। ৪ জনের একটা গ্রুপ বাইরে থেকে তাদেরকে নকল সরবরাহ করতো। তাদেরকেও আটকের চেষ্টা করা হচ্ছে।'

হল সুপার সিরাজুল ইসলাম বলেন, 'পরীক্ষা কেন্দ্রে শুধু কেন্দ্র সচিব মোবাইল ব্যবহার করতে পারবেন, তাও স্মার্ট ফোন নয়। ৫ জন পরীক্ষার্থী হলে কীভাবে মোবাইল নিয়ে ঢুকলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

IMF slashes global growth outlook on impact of Trump tariffs

Worldwide economic output will slow in the months ahead as US President Donald Trump's steep tariffs on virtually all trading partners begin to bite

5m ago