বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির, সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের প্রতিষ্ঠান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা এবং কার্যনিবাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
শেখ কবির (বামে) ও ড. কাজী আনিস (ডানে)। ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের প্রতিষ্ঠান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা এবং কার্যনিবাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের ড. কাজী আনিস আহমেদ।

এই দুজন ২০২৩-২০২৫ সালের জন্য সমিতির কার্যনিবাহী পরিষদ পরিচালনার দায়িত্বে থাকবেন।

সমিতির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক।

এছাড়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইশতিয়াক আবেদিন জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মঈন উদ্দিন চিশতি ট্রেজারার নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহর নেতৃত্বে ৪ সদস্যের নির্বাচন কমিশন এপিইউবি'র কার্যনিবাহী পরিষদের নির্বাচন পরিচালনা করে।

Comments