অনুমতি ছাড়া রোববার অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউশি

মাউশি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গতকাল রোববার শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নামের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির ঢাকা কার্যালয় জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে আজকের মধ্যে তালিকা জমা দিতে বলেছে।

চিঠিতে মাউশির ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ এস এম আবদুল খালেক স্বাক্ষর করেন।

এছাড়া অননুমোদিতভাবে শিক্ষক অনুপস্থিত থাকলে তার তালিকা প্রতিদিন পাঠানোর জন্যও চিঠিতে বলা হয়েছে।

এই তালিকা এমন সময়ে চাওয়া হলো যখন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

এর আগে, মাউশি দেশব্যাপী মাধ্যমিক স্কুল ও কলেজগুলোর জন্য গত বৃহস্পতিবার শুরু হওয়া দুই সপ্তাহের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে।

Comments

The Daily Star  | English

Israel army warns 'danger persists' despite ceasefire with Iran

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago