এইচএসসি-সমমান

৪২ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

২০২২ সালের এইচএসসিতে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি।
ঢাকা বোর্ডে পাসের হার ৭৯.৪৪, বরিশাল ৮০.৬৫ শতাংশ
এইচএসসির ফলাফল জানতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করছেন পরীক্ষার্থীরা। আজ সকালে রাজউক উত্তরা মডেল কলেজের চিত্র। ছবি: প্রবীর দাশ/স্টার

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি।

২০২২ সালের এইচএসসিতে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি।

আজ রোববার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি এইচএসসি ও সমমানের ফলাফলের বিস্তারিত প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

এর মধ্যে, ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।

এবার জিপিএ ৫ পাওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৫৯৫ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

 

Comments