বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির অনুমোদন ও করমুক্ত রাখার দাবি এপিইউবির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রী দেওয়ার অনুমোদন এবং অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করের আওতামুক্ত রাখতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

আজ বৃহস্পতিবার বঙ্গবভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই দাবির কথা তুলে ধরেন সংগঠনটির প্রতিনিধিদলের সদস্যরা। তারা রাষ্ট্রপতির কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রপতির কাছে সহযোগিতা চেয়েছেন তারা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ড. কাজী আনিস আহমেদ, ইশতিয়াক আবেদিন, কেবিএম মঈন উদ্দিন চিশতি, অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সদস্য, আবদুল হাই সরকার ও তামারা আবেদ।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago