১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা কম

স্টার ফাইল ফটো

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সম্ভাবনা কম।

আজ মঙ্গলবার উচ্চ মাধ্যমিক বোর্ডের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

অনেক থানা ও স্থাপনায় প্রশ্নপত্র রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় কারণে সেসব প্রশ্নপত্র ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে বলে ধারণা তাদের।

সেক্ষেত্রে নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে। এ কারণে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, 'আমরা আগামীকালের মধ্যে সব জায়গায় খোঁজ নিয়ে প্রশ্নপত্রগুলোর অবস্থা জানার চেষ্টা করব। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

এদিকে, স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা শুরু করতে কমপক্ষে আরও একমাস সময় লাগবে বলে সরকারের উচ্চপর্যায়ে বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, দেশের বেশিরভাগ থানা আক্রমণের শিকার হওয়ায় থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে।

এ কারণে নতুন প্রস্তুতি নিয়ে পরীক্ষা শুরু করতে অন্তত একমাস লাগবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago