এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নে, পেছাবে ২ সপ্তাহ

ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। 

কত নম্বর ও পরীক্ষা সময় কত ঘণ্টা হবে এসব বিষয় পরে জানানো হবে বলে ওই বৈঠক সূত্রে জানা গেছে। 

 

Comments

The Daily Star  | English

India launches strikes on Pakistan, Islamabad vows retaliation

Islamabad claims missiles hit civilians, vows retaliation; at least three killed; intense shelling reported at some points along Kashmir border; Trump says he hopes the fighting ‘ends very quickly’

56m ago