১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

প্রাথমিকভাবে মুদ্রণ ও বিতরণে দেরি হলেও আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী তাদের পাঠ্যবই হাতে পাবে বলে আশ্বস্ত করেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'নতুন বই ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়ার কথা থাকলেও, অনেক শিক্ষার্থী এখনও অপেক্ষায় রয়েছে।
তিনি আশ্বস্ত করেন যে নতুন সময়সীমার মধ্যে এই সমস্যা সমাধান করা হবে।
সারা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে বলা যাবে না, তবে কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে।'
ওয়াহিদউদ্দিন শিক্ষা খাতে আর্থিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, এক বছরের বাজেটে ১৫ বছরের বঞ্চনা মোকাবিলা করা সম্ভব নয়।
'এই বছরের বাজেটের মধ্যে পেনশন এবং কল্যাণ ভাতার জন্য সব তহবিল বরাদ্দ করা সম্ভব নয়। তবে এই প্রক্রিয়া শুরু হবে এবং অন্যান্য সুবিধাও অন্তর্ভুক্ত করা হবে,' বলেন তিনি।
এদিকে আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দায়িত্ব নিয়েছেন।
Comments