পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্ধীরা কেন্দ্র ভাঙচুর করে। ছবি: সংগৃহীত
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্ধীরা কেন্দ্র ভাঙচুর করে। ছবি: সংগৃহীত

এসএসসির গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জে একটি কেন্দ্রের আসবাবপত্র ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরীক্ষার্থীরা বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে ভাঙচুর চালায় এবং বলাখাল-রামপুর সড়ক অবরোধ করে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষার সময় হলে কঠোর নজরদারির কারণে পরীক্ষা খারাপ হয় বলে পরীক্ষার্থীরা জানায়।

এরপর পরীক্ষার্থীরা বলাখাল-রামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটক ভাঙচুর শুরু করে।

এ সময় কেন্দ্র সচিবসহ শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছবি: সংগৃহীত

কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক বলেন, 'ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তারা সারাক্ষণ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল এবং এদিন পরীক্ষার্থীদের অতিরিক্ত গার্ড দেওয়া হয়।'

'এতে মানসিক চাপে পড়ে পরীক্ষার্থীরা। যার ফলে তাদের গণিত পরীক্ষা খারাপ হয়', যোগ করেন তারা।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহের হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিদ্যালয়ের বেশ কিছু চেয়ার-টেবিল ও গ্লাসসহ (আয়না) অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি, পরবর্তীতে লিখিতভাবে অবহিত করেছি।'

এসএসসি পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৬ এর কেন্দ্র সচিব ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মৈশাইদ, বোরখাল উচ্চ বিদ্যালয় ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে পরীক্ষায় অংশগ্রহণ করে।'

তিনি আরও জানান, নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২৫৪ জন শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষাকেন্দ্র ভাঙচুর। ছবি: সংগৃহীত
পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষাকেন্দ্র ভাঙচুর। ছবি: সংগৃহীত

'এর মধ্যে পরীক্ষা খারাপ হওয়ায় রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হৈ-হুল্লূড় শুরু করে এবং এক পর্যায়ে আসবাবপত্র ভাঙচুর করে', বলেন তিনি।

কেন্দ্রে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা হলে তিনি কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, 'যেহেতু পরীক্ষা চলমান এবং পরীক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক, তাই অভিভাবকদের অবহিত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Influenza wave grips the nation

Influenza is emerging as a main driver behind the recent surge in viral fever cases nationwide, with rising numbers of both children and adults falling ill.

8h ago