ছাত্রলীগের সম্মেলন পেছাচ্ছে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ সম্মেলন পেছানো হচ্ছে বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ সম্মেলন পেছানো হচ্ছে বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র আরও জানায়, একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য যুব মহিলা লীগের সম্মেলনও পিছিয়ে যাচ্ছে।

এর আগে, গত ৪ নভেম্বর ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ডেইলি স্টারকে জানিয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সেদিন বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

একই সভায় যুব মহিলা লীগের সম্মেলন ৯ ডিসেম্বর অনুষ্ঠিতের সিদ্ধান্তও হয়েছিল।

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

2h ago