ঝিনাইদহে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ছাত্রদলের ২ নেতাকে মারধরের অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহে ছাত্রদলের ২ নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরানের বিরুদ্ধে, যিনি সরকারি ভেটেরিনারি কলেজের ৩ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি।

গতকাল মঙ্গলবার বিকেলে এই মারধরের ঘটনার পর রাতে ঝিনাইদহ শহরে প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে ছাত্রলীগও শহরে আরেকটি মিছিল বের করলে উত্তেজনা তৈরি হয়।

মারধরের শিকার ছাত্রদলের ২ নেতা হলেন- ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার রাসেল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুয়েল মিয়া।

এ বিষয়ে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে শহরের ২ নম্বর পানির ট্যাংক এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরানের নেতৃত্বে রাসেল ও জুয়েল মিয়ার ওপর হামলা করা হয়। হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান ২ ছাত্রদল নেতা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের বক্তব্য, গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে মিছিল বের করে বিএনপি। এ সময় ছাত্রলীগ সেই মিছিলে হামলা চালায়। পরে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতিরোধে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের অন্য নেতা-কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনার জেরেই ছাত্রদলের ২ নেতাকে মারধর করা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেকোনো ঘটনা ঘটলেই তারা (ছাত্রদল) ছাত্রলীগকে দোষারোপ করে। তারা শহরে মিছিল করার জন্য এমন নাটক সাজিয়েছে।'

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nozrul Islam Chowdhury to head new tribunal

1h ago