ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদলের আহত নেতাকর্মীদের চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ছাত্রদল সূত্র জানায়, ছাত্রলীগের হামলায় আহতদের মধ্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাবি শাখা ছাত্রদলের সহ-সম্পাদক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় ছাত্রদলের নারী বিষয়ক সম্পাদক মানসুরা আলম এবং ছাত্রদলের কর্মী মো. কাফী রয়েছেন।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, শহীদ মিনার এলাকায় ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে তারা দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী মোটরসাইকেলে এসে তাদের ওপর অতর্কিতে হামলা চালান। এতে ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রদল ঢাবি ক্যাম্পাসে লাশের রাজনীতি করতে চায়। এর আগে, তারা দুজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। পরে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিহত করে।'

Comments