সোহরাওয়ার্দী উদ্যানে ৫ লাখ নেতাকর্মীর সমাবেশের ঘোষণা ছাত্রলীগের

আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সামনে রেখে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সংবাদ সম্মেলন। ছবি: স্টার

আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন তারা ৫ লাখ নেতাকর্মী জড়ো করবেন।

সাদ্দাম বলেন, এর আগে অনেক মিছিল-মিটিং হয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থীদের জন্য কোনো সমাবেশ করা হয়নি। এ কারণে আমরা এটাকে বিশাল ছাত্র সমাবেশ বলে আখ্যায়িত করেছি... সারাদেশ থেকে প্রায় ৫ লাখ শিক্ষার্থী সমাবেশে যোগ দেবে।

তিনি আরও বলেন, 'আমরা ৩১ আগস্ট সমাবেশ করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু দুর্ভোগের কথা বিবেচনা করে এবং একই দিনে এইচএসসি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করেছি। আমরা ১ সেপ্টেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।'

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, 'আমরা খুবই চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এটাই আমাদের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের সময়। এমন গুরুত্বপূর্ণ সময়ে আমরা একটি বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করতে যাচ্ছি।'

Comments