শহীদ মিনারে প্রতিবাদ শেষে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছে ছাত্রলীগ।
আজ রোববার দুপুরের দিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে তারা মিছিল সহকারে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।
বুয়েট ক্যাম্পাস থেকে আমাদের ঢাবি সংবাদদাতা জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা বুয়েট ক্যাম্পাসে প্রবেশের পর বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের 'মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 'শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
পরে সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করতে করতে বুয়েট ক্যাম্পাস ত্যাগ করেন।
এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, 'ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে।'
এর আগের দিন দ্য ডেইলি স্টারকে তিনি বলেছিলেন, 'যেকোনো মূল্যে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই।'
Comments