আবারো টাকার অবমূল্যায়ন, ১ ডলার সমান ৮৯ টাকা

ডলারের বিপরীতে টাকার মান ২ টাকা অবমূল্যায়নের পরামর্শের পর কেন্দ্রীয় ব্যাংক ১ দশমিক ১০ টাকা অবমূল্যায়ন করেছে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ডলারের বিপরীতে টাকার মান ২ টাকা অবমূল্যায়নের পরামর্শের পর কেন্দ্রীয় ব্যাংক ১ দশমিক ১০ টাকা অবমূল্যায়ন করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রার ডিলারদের পরামর্শের পর আজ রোববার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের বিপরীতে ৮৯ টাকা নির্ধারণ করেছে।

টাকার আন্তঃব্যাংক বিনিময় হার গত ৩০ ডিসেম্বর প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা এবং গত বছরের ২৯ মে ৮৪ টাকা ৮০ পয়সা ছিল।

ব্যাংকগুলোর আমদানিকারকদের কাছে ডলার বিক্রির হারও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৮৮ টাকার পরিবর্তে প্রতি ডলারের বিপরীতে আমদানিকারকদের জন্য বিনিময় হার ৮৯ দশমিক ১৫ টাকা।

চলতি বছর এ পর্যন্ত সাত বার টাকার অবমূল্যায়ন করল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা কেন্দ্রীয় ব্যাংককে আন্তঃব্যাংক রেট প্রতি ডলার ৮৯ দশমিক ৮০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

দুই সংস্থার সুপারিশ অনুযায়ী, আমদানিকারকদের জন্য প্রতি মার্কিন ডলারে ৮৯ দশমিক ৯৫ টাকা নির্ধারণ করা উচিত।

এবিবি এবং বাফেদার জমা দেওয়া রেট মূল্যায়ন করে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

Comments