‘ঘরে ফেরা’ কর্মসূচিতে যশোরে আল-আরাফাহ্‌ ব্যাংকের বিনিয়োগ বিতরণ

কোভিড-১৯ মহামারিতে কাজ হারানো মানুষদের মাঝে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ‘ঘরে ফেরা’ কর্মসূচির আওতায় যশোরে বিনিয়োগ বিতরণ করেছে। ব্যাংকটির এসএমই বিভাগের তত্ত্বাবধানে যশোর শাখা থেকে ১০/৫০/১০০ টাকার হিসাবধারীদের মাঝেও বিনিয়োগ বিতরণ করা হয়।

কোভিড-১৯ মহামারিতে কাজ হারানো মানুষদের মাঝে আল-আরাফাহ ইসলামী ব্যাংক 'ঘরে ফেরা' কর্মসূচির আওতায় যশোরে বিনিয়োগ বিতরণ করেছে। ব্যাংকটির এসএমই বিভাগের তত্ত্বাবধানে যশোর শাখা থেকে ১০/৫০/১০০ টাকার হিসাবধারীদের মাঝেও বিনিয়োগ বিতরণ করা হয়।

বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবেদ আহম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও এসএমই বিভাগের প্রধান জনাব মো. মনজুর হাসান, এসভিপি ও খুলনা জোনাল হেড জনাব মো. মজিবর রহমান, ফোকাল কর্মকর্তা জনাব শেখ আসাদুল হক, এভিপি, এজেন্ট ডিভিশনের জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ১০২ জন উদ্যোক্তার মাঝে ৩ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ বিতরণ করা হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

40m ago