মহাকাশে প্রথম চলচ্চিত্রের শুটিং শেষে ফিরল রাশিয়ান টিম

মহাকাশে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষে পৃথিবীতে ফিরে এসেছে রাশিয়ার একটি শুটিং ইউনিট।
ছবি: সংগৃহীত

মহাকাশে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষে পৃথিবীতে ফিরে এসেছে রাশিয়ার একটি শুটিং ইউনিট।

বিবিসির খবরে বলা হয়েছে, পরিচালক ক্লিম শিপেনকো ও অভিনয় শিল্পী জুলিয়া পেরেসিল্ড আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ছেড়ে কাজাখস্তানে অবতরণ করেন।

গত শুক্রবার শুটিংয়ের সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অপ্রত্যাশিতভাবে যান্ত্রক ত্রুটির কারণে কাত হয়ে যায়া। তবে, সেটি স্ক্রিপ্টের অংশ হিসেবে থাকছে না। 

আইএসএস থেকে এক বিদায়ী টুইটে, পেরেসিল্ড মহাকাশ থেকে তার জিরো গ্রাভিটিতে থাকা চুল উড়িয়ে দেখিয়েছিলেন যাতে সমালোচকরা মনে না করেন চলচ্চিত্রটি পৃথিবীতে ধারণ করা হয়েছে। 
 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago