চোটে পড়েছেন মিরাজ ও মুশফিক

শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচের ১৮তম ওভারের ঘটনা। সানজামুল ইসলামের বলে তেড়েফুঁড়ে মারতে গিয়েছিলেন তামিম ইকবাল। ওয়াইড লং অনে তাত সহজ ক্যাচ ছেড়ে দিয়ে উল্টো আহত হয়ে যান মিরাজ।
Mehedi hasan Miraz
চোট পেয়ে মাঠ ছাড়ছেন মিরাজ ছবি: স্টার

ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির হয়ে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। আঙুলে প্রচণ্ড আঘাত পাওয়ায় মিরাজকে স্ক্যান করতে নেওয়া হয়েছে হাসপাতালেও।

শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচের ১৮তম ওভারের ঘটনা। সানজামুল ইসলামের বলে তেড়েফুঁড়ে মারতে গিয়েছিলেন তামিম ইকবাল। ওয়াইড লং অনে তাত সহজ ক্যাচ ছেড়ে দিয়ে উল্টো আহত হয়ে যান মিরাজ।

ক্যাচ ছেড়ে মাঠেই পড়ে থাকেন তিনি। পরে কাতরাতে কাতরানে মাঠ ছেড়ে বেরিয়ে যান এই অলরাউন্ডার।  চোট পাওয়া মিরাজকে স্ক্যান করতে মাঠ থেকেই পাঠানো হয় হাসপাতালে।

প্রাথমিকভাবে তার চোটের অবস্থা জানা না গেলেও মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তারা আশাবাদী দ্রুতই সেরে উঠবেন মিরাজ,  'চিন্তা তো অবশ্যই। আলাপ হয়েছে। ওখানের ফিজিওদের সঙ্গে কথা হয়েছে। যে আঙ্গুলে ব্যথা পেয়েছে আশা করছি ওটা ৮-১০ দিনের মধ্যে ভাল হয়ে যাবে।'

মিরাজের চোটের আগেই ফিল্ডিংয়ে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার চোটের অবস্থা এখনো পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। 

Mushfiqur Rahim

মুশফিক ও মিরাজ দুজনই বাংলাদেশ টেস্ট দলের বড় ভরসা। অফ স্পিন বোলিং ও লোয়ার অর্ডারে নিয়মিত অবদান রাখেন মিরাজ। চার নম্বরে ব্যাট করা মুশফিকের কাছ থেকেও দলের চাওয়া থাকে অনেক।

প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন প্রাইম ব্যাংকের বিপক্ষে ২৩২ রান করে শেখ জামাল। দলের বিপর্যয়ে নেমে ৩২ বলে ৪৭ করেন মিরাজ। তবে ব্যাট হাতে মলিন ছিলেন মুশফিক। ২৯ বলে ১৪ রান করে আউট হন তিনি।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

44m ago