সিটির সামনে ইউনাইটেড, গার্দিওলার সামনে ফার্গুসন

ছবি: টুইটার

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ক্লাবগুলোর তালিকায় এককভাবে দুইয়ে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। তাদের কোচ পেপ গার্দিওলাও এই প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম কোচের স্থান দখল করেছেন। পাশাপাশি তিনি গড়েছেন দারুণ একটি কীর্তি।

রোববার প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের শেষদিনে রোমাঞ্চকর কায়দায় জিতে চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১৫ মিনিট বাকি থাকতেও ২-০ গোলে পিছিয়ে ছিল দলটি। এরপর প্রত্যাবর্তনের স্মরণীয় এক কাহিনী লিখে শিরোপা ধরে রাখে তারা। ইল্কাই গুন্দোগান জোড়া লক্ষ্যভেদ করলে ও রদ্রি জাল খুঁজে নিলে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারায় সিটি।

স্প্যানিশ কোচ গার্দিওলা ম্যান সিটির দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে। তার অধীনে সবশেষ পাঁচ বছরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এটি তাদের ষষ্ঠ শিরোপা। এতদিন চেলসির সঙ্গে পাঁচটি করে শিরোপা নিয়ে যৌথভাবে দুইয়ে ছিল তারা। এই প্রতিযোগিতায় তাদের চেয়ে বেশি শিরোপা আছে কেবল শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের (১৩)।

ছবি: টুইটার

সিটির ছয় শিরোপার সবগুলো এসেছে গত এক দশকে। ২০১১-১২ মৌসুমে রবার্তো মানচিনি ও ২০১৩-১৪ মৌসুমে মানুয়েল পেলেগ্রিনির অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০২০-২১ ও সদ্যসমাপ্ত ২০২১-২২ মৌসুমে তাদেরকে শিরোপা জিতিয়েছেন গার্দিওলা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ইউনাইটেডের রেকর্ড ১৩ লিগ শিরোপার সবকটির কারিগর তিনি। এই স্কটিশ কিংবদন্তির ঠিক পরের স্থানেই উঠে এসেছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গার্দিওলা।

চার শিরোপা নিয়ে লিগের ইতিহাসে ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরের কোচদের মধ্যে এখন সবার উপরে আছেন গার্দিওলা। তিনি ছাড়িয়ে গেছেন আর্সেনালের সাবেক ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার ও চেলসির সাবেক পর্তুগিজ কোচ জোসে মরিনহোকে। দুজনেই নিজ নিজ দলের হয়ে তিনটি করে শিরোপা জিতেছেন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago