বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভালো দল: শানাকা

রোববার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাঠে নামছে এশিয়ার দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক নম্বর গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
ছবি: টুইটার

প্রথম রাউন্ডের তিন প্রতিপক্ষকে উড়িয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া শ্রীলঙ্কা এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে নিজেদের ফেভারিট মনে করছেন দাসুন শানাকা। লঙ্কান অধিনায়কের মতে, দল হিসেবে তারা প্রতিপক্ষের চেয়ে ভালো হওয়ায় তাদের জয়ের সম্ভাবনাও কিছুটা বেশি।

আগামীকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাঠে নামছে এশিয়ার দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক নম্বর গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

স্কটল্যান্ডের পেছনে থেকে প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের রানার্সআপ হয়ে বাংলাদেশ পা রেখেছে সুপার টুয়েলভে। অন্যদিকে, শ্রীলঙ্কা দাপট দেখিয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে এই পর্বের টিকিট। ২০১৪ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণের কাছে পাত্তাই পায়নি বাকিরা। নামিবিয়া ৯৪, আয়ারল্যান্ড ১০১ ও নেদারল্যান্ডস ৪৪ রানে অলআউট হয় তাদের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে অলরাউন্ডার শানাকা এগিয়ে রাখেন নিজেদের, 'কোয়ালিফায়ারে ওই ম্যাচগুলো (ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে) জিতে তারা ছন্দ খুঁজে পেয়েছে। এটা তাদের জন্য ভালো ব্যাপার। কিন্তু আমি মনে করি, আমাদের দলটা তাদের তুলনায় ভালো। আমাদের (জয়ের) সম্ভাবনা কিছুটা বেশি।'

সামর্থ্যের ছাপ রেখে চলমান আসরে ইতোমধ্যে নিজেদের সরব উপস্থিতি জানান দিয়েছেন বলে মনে করেন শ্রীলঙ্কার দলনেতা, 'টি-টোয়েন্টি খুবই স্বল্প সময়ের খেলা। আর আমাদের দিনে আমরা কতটা ভালো, সবাই তা দেখেছে।'

'ছেলেরা দারুণ করেছে। তারা নিজেদের দক্ষতা দেখিয়েছে। তারা এই আসরে কী কী করতে পারে তা দেখিয়ে দিয়েছে। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।'

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

2h ago