ভিন্ন স্বাদের আনারস মুরগি

মুরগির মাংস রান্নায় বৈচিত্র্য আনতে জেনে নিন আনারস মুরগি রান্নার রেসিপি।  
ছবি: সংগৃহীত

মুরগির মাংস রান্নায় বৈচিত্র্য আনতে জেনে নিন আনারস মুরগি রান্নার রেসিপি।  

উপকরণ 
হাড় ছাড়া মুরগির মাংস আধা কেজি, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, সয়া সস এক চা চামচ, লবন স্বাদ মতো, লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ, আনারস ছোট টুকরো করা এক কাপ, আনারসের রস আধা কাপ, লেবুর রস দুই টেবিল চামচ, চিনি এক চা চামচ, তেল দুই টেবিল চামচ। 

প্রণালি
মুরগির মাংস ছোট টুকরো করে নিন। আদা, রসুন, মরিচ গুঁড়ো ও সয়াসস দিয়ে মুরগির মাংস মেখে আধা ঘণ্টা রেখে দিন। একটি কড়াইয়ে আনারসের রস চিনি দিয়ে জাল দিন, চিনি গলে গেলে লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। 
এবার একটি ছড়ানো প্যানে তেল দিয়ে, মাখানো মুরগির মাংস ভাজুন। প্রয়োজনে অল্প পানি ব্যবহার করা যেতে পারে। লবণ ছিটিয়ে ঢেকে রাখুন। মুরগি সেদ্ধ হয়ে এলে আনারস টুকরোগুলো দিয়ে নেড়ে আবার কিছু সময় ঢেকে রাখুন। আনারস নরম হয়ে এলে আনারস চিনি আর লেবুর মিশ্রণ ছড়িয়ে হালকা আঁচে ঢেকে রাখুন। মাখা মাখা হয়ে এলে নেড়ে নামিয়ে নিন। 
গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

Comments

The Daily Star  | English

Semiconductors can be the new RMG

Bangladesh's endeavour to become a knowledge-based economy has already gained significant momentum

3h ago