যেভাবে তৈরি করবেন ব্রেড পনির রোল

বিকেলের নাস্তার টেবিলে ব্রেড পনির রোল অত্যন্ত লোভনীয় একটি খাবার। এটি খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন।
চলুন দেখে নেই সেই উপায়।
উপকরণ
পাউরুটি একটি বড় সাইজের। পনির কুঁচি দুই কাপ, পেঁয়াজ মিহি কুঁচি আধা কাপ, কাঁচা মরিচ কুঁচি দুই টেবিল চামচ, মুরগির কিমা আধা কাপ, আদা রসুন কুঁচি এক চা চামচ, লবণ স্বাদ মতো, ধনে পাতা দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, বাটার দুই টেবিল চামচ।
প্রণালি
পাউরুটির সাইডগুলো কেটে নিন। হাত ভিজিয়ে পাউরুটির উপর দিয়ে রুটির মতো বেলে নিন। একটি প্যানে কিছুটা বাটার দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ মুরগির কিমা লবণ ছিটিয়ে ভাজুন। এবার আলাদা পাত্রে পনির ঢেলে এর সঙ্গে ভাজা কিমা পেঁয়াজ কাঁচা মরিচ মাখান। এবার ধনেপাতা ও গোল মরিচ মেখে পুর তৈরি করুন। এখন এই পুর রুটির মতো বেলে রাখা পাউরুটির মধ্যে দিয়ে চেপে পেঁচিয়ে নিন। প্রয়োজনে টুথপিক গেঁথে দিন। এভাবে সব রোল আকারে বানিয়ে নিন। প্যানে বাটার ব্রাশ করে রোল উপর নিচ ছেঁকে নিন।
সস বা চাটনির সাথে মজার এই রোলটি পরিবেশ করুন।
Comments