ভ্রমণ

থাইল্যান্ডে এপ্রিল থেকে বিদেশি দর্শনার্থীদের ৯ ডলার প্রবেশ ফি

থাইল্যান্ড আগামী এপ্রিল থেকে বিদেশি দর্শনার্থীদের জন্য ৯ ডলার প্রবেশ ফি চালু করতে যাচ্ছে।
ফাইল ফটো রয়টার্স

থাইল্যান্ড আগামী এপ্রিল থেকে বিদেশি দর্শনার্থীদের জন্য ৯ ডলার প্রবেশ ফি চালু করতে যাচ্ছে।

যদিও দেশটিতে ভ্রমণকারীদের ফিরিয়ে আনা এবং কোভিড-বিধ্বস্ত পর্যটনখাতকে পুনর্গঠনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

করোনা প্রতিরোধে গতবছর থ্যাইল্যান্ডে প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়।

গত ২০ বছরের মধ্যে দেশটির পর্যটন খাত সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

থাই সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াবুনকংচানা বলে,  বিদেশি পর্যটকদের জন্য ৯ ডলার চার্জ (৩০০ থাই বাথ) ফ্লাইটের ভাড়ায় অন্তর্ভূক্ত হবে।

মহামারির আগে থাইল্যান্ডে বছরে প্রায় ৪ কোটি দর্শনার্থী বেড়াতে আসতেন। পর্যটনখাতকে আবারো ঘুরে দাঁড়াতে নানা কর্মসূচি নিচ্ছে দেশটি।

দেশটিরপর্যটন ও ক্রিড়া মন্ত্রণালয়ের হিসেবে, চলতি বছর ৩৯ বিলিয়ন থেকে ৫৪ বিলিয়ন ডলার পর্যটন থেকে আয় হবে। যার মধ্যে ২৪ বিলিয়ন ডলার আসবে বিদেশি পর্যটকদের থেকে।

মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী যদি বর্তমান ভ্রমণ নির্দেশনাই থাকে তবে ২০২২ সালে দেশটিতে ৫০ লাখ বিদেশি পর্যটক ঘুরতে যাবেন, যা মহামারিপূর্ব বছরের থেকে অনেক কম।

তবে চীন, ভারত এবং প্রতিবেশি দেশগুলো থেকে পর্যটক গেলে এই সংখ্যা ১৫ মিলিয়নে পৌঁছাতে পারে।

Comments

The Daily Star  | English

Where lives get 're-rolled' into misery

Workers compelled to work in unsafe conditions with low wages

1h ago