জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়নসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি  

ছবি: শেখ তাজুল ইসলাম তাজ /স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।  

আজ শুক্রবার দুপুর ৩টার দিকে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল আজাদ প্রীতম এ সময় বলেন, 'প্রকৃতি ধ্বংস করে পরিকল্পনাহীন এই উন্নয়ন কাম্য না। লাইব্রেরি ভবন না ভেঙে আরেকটি লাইব্রেরি হলে সমস্যা হওয়ার কথা না। অপচয় করে তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের কোনো যৌক্তিকতা নেই।'

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, 'একনেকে প্রধানমন্ত্রী বলেছেন, মাস্টারপ্ল্যান ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প হবে না। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি মানছে না। ঝুঁকিপূর্ণ ভবন না ভেঙে লাইব্রেরি ভাঙা কোনোভাবেই কাম্য না। মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে।'

তিনি আরও বলেন, 'জনগণের টাকায় অপ্রয়োজনীয় ভবন নির্মাণ জাহাঙ্গীরনগরে সম্ভব না। প্রায় ৩০ বছর ধরে জাকসু নির্বাচন হয় না। ছাত্র প্রতিনিধি নেই। জাকসু, রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনসহ সব নির্বাচন দিতে হবে।'

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতারাও বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

6h ago