দেড় বছর পর ঢাবিতে সশরীরে ক্লাস শুরু আগামীকাল

করোনা সংক্রমণের হার কমে আসায় আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাবি ভর্তি পরীক্ষা

করোনা সংক্রমণের হার কমে আসায় আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামীকাল সকাল ১১টার দিকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শ্রেণিকক্ষ পরিদর্শন করবেন।

গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস কার্যক্রমে অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের ভ্যাকসিন কার্ড প্রদর্শন করতে হবে।

Comments

The Daily Star  | English

Taka to trade more freely by next month

Bangladesh will introduce a crawling peg system by next month to make the exchange rate more flexible and improve the foreign currency reserves, a key prescription from the International Monetary Fund.

12h ago