বুয়েটেই ভর্তি হবেন আবরারের ভাই ফাইয়াজ, সিট পেলে হলেও উঠবেন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের মেকানিক্যাল বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আবরার ফাইয়াজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের মেকানিক্যাল বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বুধবার ফাইয়াজ নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পরিবারের সঙ্গে আলাপ করে বুয়েটে ভর্তির সিদ্ধান্ত নিয়েছি।'

হলে থাকার বিষয়ে জানতে চাইলে ফাইয়াজ বলেন, 'হলে থাকার ক্ষেত্রে কিছু বিষয় আছে। ক্লাস শুরু হতে এখনো ৪-৫ মাস। তাছাড়া এ বছর হলে সিট পাব কি না, সেটাও জানি না।'

'তবে হলে সিট পেলে উঠে যাবো,' যোগ করেন তিনি।

তিনি জানান, এর আগে তিনি গাজীপুরে আইইউটিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেখানে ভর্তির টাকাও জমা দিয়েছিলেন।

ফাইয়াজ বলেন, 'আইইউটিতে ভর্তি বাতিলের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।'

গত ৩০ জুন বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় ৪৫০তম অবস্থানে থেকে ফাইয়াজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।

আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় বুয়েট শাখার ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও অনেক জনকে আসামি করা হয়।

আবরার ফাহাদ হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Comments