বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরার ফাহাদের ভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন।
আবরার ফাইয়াজ ও আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মেধা তালিকায় ৪৫০তম অবস্থানে থেকে ফাইয়াজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

আবরার ফায়াজ এখন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কম্পিউটার সাইন্সে ভর্তি রয়েছেন। 

বুয়েটে ভর্তির বিষয়ে জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার চান্স পাওয়াতে আমার পরিবার খুশি হয়েছেন। ভর্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। মা বাবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। তবে বুয়েটে যদি র‌্যাগিং না হয় এবং পরিবেশ ভালো থাকে তাহলে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি।'

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় বুয়েট শাখার ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও অনেক জনকে আসামি করা হয়।

আবরার ফাহাদ হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Comments