ময়মনসিংহে পানিবন্দি ৫ শতাধিক মানুষ

অতিবৃষ্টি, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৩টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছেন ৫ শাতাধিক মানুষ।
নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পানিবন্দি হয়েছেন ৫ শাতাধিক মানুষ। ছবি: স্টার

অতিবৃষ্টি, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৩টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছেন ৫ শাতাধিক মানুষ।

পাহাড়ি ঢলে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের খাগগড়া গ্রামে নেতাই নদীর বাঁধ ভেঙে বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলীর বাড়িসহ ২টি বাড়ি পানির তোড়ে ভেসে গেছে।

ছবি: স্টার

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন সরকার দ্য ডেইলি স্টারকে জানান, নেতাই নদীর বাঁধ ভেঙে খাগগড়া গ্রামের ২০০ মিটার জায়গা বিলীন হয়ে গেছে। প্রবল বেগে পানি প্রবেশ করায় গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নোয়াপাড়া, কড়ইগড়া, কালিকাবাড়ি, বল্লভপুর, খাগগড়া গ্রামের ২ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নির্মাণাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। পুরাকান্দুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামেও পানি প্রবেশ করেছে। এতে ৩ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন শুক্রবার রাতে খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে ভারী বর্ষণের কারণে ঘোষগাঁও নির্মাণাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে গেছে। এতে ঘোষগাঁও, পুরাকান্দুলিয়া ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ৫ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয়ভাবে তাদের শুকনো খাবার সহায়তা করা হয়েছে। জেলা প্রশাসকের কাছে ১০ টন চাল ও লাখ টাকা সাহায্য চাওয়া হয়েছে বলে জানান তিনি।

  

Comments

The Daily Star  | English

Tigers on brink of heavy defeat in second T20I

Bangladesh skipper Najmul Hossain Shanto won the toss and chose to field first in the second T20I of the three-match series against India in Delhi on Wednesday.

3h ago