নাটোরে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু
নাটোরের সিংড়া উপজেলায় ব্রজপাতে জমির শেখ (৭০) নামে এক ব্যক্তি ও তার ১২ বছর বয়সী নাতি পাপ্পু হোসেন মারা গেছে। তারা ওই উপজেলার চৌগ্রামের বাসিন্দা।
এ নিয়ে গত এক সপ্তাহে বজ্রপাতে নাটোর জেলায় ৬ জনের মৃত্যু হলো।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম হোসেন জানিয়েছেন, পাপ্পু চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। গতকাল বিকেলে জমির তার নাতিকে নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের বিলে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাত ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জমির শেখের ছেলে শামীম হোসেন জানান, তার বাবা নিয়মিত মাছ ধরতে যেতেন। মাঝে মাঝে পাপ্পুকেও সঙ্গে নিয়ে যেতেন। গতকাল তারা পশ্চিম চৌগ্রাম বিলে গিয়েছিলেন। সন্ধ্যার গড়িয়ে রাত হলেও বাড়ি ফিরে না আসায় খোঁজা শুরু হয়। রাত ১০টার দিকে বিলের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
যোগাযোগ করা হলে আজ বৃহস্পতিবার সকালে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Comments