আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাত সতর্কবার্তা

বজ্রপাত
ছবি: হুমায়েদ উল্লাহ

আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী এক থেকে চার ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আজ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী এক থেকে চার ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাত সতর্কবার্তায় কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো—

  • বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
  • জানালা ও দরজা বন্ধ রাখুন।
  • সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
  • নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
  • গাছের নিচে আশ্রয় নেবেন না।
  • কংক্রিটের মেঝেতে শোবেন না। কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
  • বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।
  • জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
  • বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
  • শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago