চট্টগ্রামে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাতির আক্রমণে আব্দুল আজিজ (৬৫) নামের এক কৃষক মারা গেছেন।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাতির আক্রমণে আব্দুল আজিজ (৬৫) নামের এক কৃষক মারা গেছেন।

আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই জসীম উদ্দিন।

এসআই দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল আজিজ আখ চাষী ছিলেন। তার আখ খেতে হাতির আনাগোনা ছিল। সেজন্য খেত পাহারা দিতে গতকাল রাতে সেখানে যান তিনি।'

'পরে আজ সকাল ৭টার দিকে আজিজের পরিবারের সদস্যরা পদুয়া পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। মরদেহে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন ছিল', যোগ করেন জসীম উদ্দিন।

পরিবারের সদস্যদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রাঙ্গুয়ানিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জার মাসুম কবির জানান, বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments