চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের এক নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
অভিযুক্ত নিজাম উদ্দিন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী।
গতকাল সোমবার রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।
নিজাম উদ্দিনের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এনসিপি।
সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে চিঠিতে।
নিজাম উদ্দিনকে দেওয়া এ চিঠিতে বলা হয়, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এ অবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
অভিযোগ প্রসঙ্গে নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, 'পুরোনো ভিডিও ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। এগুলো পরিকল্পিত ভিডিও। এ বিষয়ে আমি যথাযথ ব্যাখ্যা দলকে পাঠাব।'
Comments