এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমল, ১২ কেজি এখন ১২৪২

ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়েছে। আগের ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ২৪২ টাকা।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়েছে। আগের ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ২৪২ টাকা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির এই নতুন দাম ঘোষণা করেছে।

কমিশন জানায়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর ছাড়া প্রতি কেজির মূল্য ৯৭ টাকা ৩ পয়সায় ও মূল্য সংযোজন করসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫২ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এছাড়া সাড়ে ৫, সাড়ে ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি বোতলজাত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় করার নির্দেশ দিয়েছে কমিশন।

তবে সরকারি সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সঙ্গে সৌদি সিপির সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে।

এই আদেশ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

পরপর ৩ মাস দাম বাড়ার পর গত ৫ মে প্রতি কেজি এলপিজির দাম কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করে কমিশন।

Comments