সিলেট-সুনামগঞ্জের ৬০০ পরিবারকে ত্রাণ দিলো অস্ট্রেলিয়ার ‘বাসভূমি’

সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা মিডিয়া ‘বাসভূমি’।
সিলেটের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ। ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা মিডিয়া 'বাসভূমি'।

গত ২৮ জুন বাসভূমির পক্ষ থেকে সাংবাদিক মাকসুদেল হোসেন খানের নেতৃত্বে কয়েকজন সাংবাদিক সিলেটের বন্যাদুর্গত এলাকায় প্রায় ৪৫০  অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণের মধ্যে ছিল চিড়া, মুড়ি, চিনি, টোস্ট বিস্কুট, খাবার স্যালাইন, প্যারাসিটামল, বিশুদ্ধ পানি, কলা এবং শিশুদের চকলেট।

এ ছাড়াও, গতকাল শুক্রবার বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গ্রাম সুনামগঞ্জের উজানধল, দিরাইতে ১৫০ বন্যা কবলিত পরিবারের মধ্যে কে এম খালিদ বিন ছায়িদের নেতৃত্বে চাল, পেঁয়াজ, লবণ, তেল, বিশুদ্ধ পানি, ডাল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেন বাউল সম্রাটের শিষ্য বাউল রাজন ঠাকুর ও দোলন চৌধুরী এবং মতলব জন কল্যাণ ফাউন্ডেশন। 

ত্রাণ বিতরণে বাসভূমিকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফয়সাল আজাদ, সামিয়া ইসলাম, আফরিনা চৌধুরী,

রুহুল আহমেদ, বাসব রায়, সুচিত্রা কুণ্ডু, রতন কুণ্ডু, ডা. আব্দুল ওয়াহাব, শফিক চৌধুরী, মোবারক হোসেন, ইভানা খালেদ, শারমিন আক্তার, শুভ সাথী, মধুমিতা সাহা, মো. কালাম, সুহৃদ হক সোহান, আব্দুল্লাহ আল মামুন, ফজলুন হক শফিক এবং ধানসিঁড়ি রেস্টুরেন্ট।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago