আর্থিক অনিয়ম: উত্তরা ফাইন্যান্সের এমডিকে অপসারণ

আর্থিক অনিয়মের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে এস এম শামসুল আরেফিনকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এস এম শামসুল আরেফিন। ছবি: সংগৃহীত

আর্থিক অনিয়মের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে এস এম শামসুল আরেফিনকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে একটি চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, আর্থিক অনিয়মের সঙ্গে শামসুল আরেফিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটা আমানতকারীদের স্বার্থে বিরূপ প্রভাব ফেলছে।

চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান রহমান রহমান হক সম্প্রতি তার অনিয়মের বিষয়ে একটি বিশেষ অডিট করে এবং অডিটে অভিযোগ প্রমাণিত হয়েছে।

অডিট ফার্মের পাওয়া অনিয়মের বিষয়ে শামসুল আরেফিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যোগাযোগ করা হলে শামসুল আরেফিন দ্য ডেইলি স্টারকে জানান, এমডি পদ থেকে অপসারণের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না।

Comments