পারটেক্স গ্রুপ পরিবারের ১০ সদস্যের ব্যাংক হিসাব চেয়েছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সপ্তাহের মধ্যে পারটেক্স গ্রুপ পরিবারের ১০ সদস্যদের ব্যাংক হিসাবের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে মঙ্গলবার ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সপ্তাহের মধ্যে পারটেক্স গ্রুপ পরিবারের ১০ সদস্যদের ব্যাংক হিসাবের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে মঙ্গলবার ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব,​ঋণের তথ্য এবং বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া ব্যাঙ্কগুলোকে ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয় শংসাপত্র বা অন্য কোনো সঞ্চয়পত্র এবং বিনিয়োগ প্রকল্প সম্পর্কিত তথ্য দিতে বলেছে। 

ব্যাঙ্কগুলোকে ১ জুলাই ২০১৫ সাল থেকে আপডেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন এবং জামানতের বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছে। 

এনবির সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রেও ওই ব্যাংক হিসাবের তথ্য দিতে বলেছে এনবিআর। 

চিঠিতে, কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে পারটেক্স গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতার ৫ পুত্র আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ রাসেল ও রুবেল আজিজ এবং তাদের স্ত্রীদের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিতে বলেছে।

আজিজ আল কায়সার ও আজিজ আল মাহমুদ পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং একই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পারটেক্স গ্রুপের এ অংশটি ২০১০ সালে বিভক্ত হয়ে যায়।

আজিজ আল মাসুদ পারটেক্স পেপার পরিচালনা করেন এবং শওকত আজিজ রাসেল পারটেক্স গ্রুপের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। 

প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট অনুযায়ী রুবেল আজিজ পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

Comments