বিলাসবহুল গাড়ির দাম বাড়বে, কমবে মাইক্রোবাসের

আগামী ২০২২–২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিলাসবহুল গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে গাড়ি কিনতে বাড়তি অর্থ গুণতে হতে পারে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বলেন, 'বৈদেশিক মুদ্রার সাশ্রয়, আমদানি নিরুৎসাহিতকরণ, বিলাস পণ্যের নিয়ন্ত্রণ ও কোভিড পরবর্তী অর্থনীতি পুনর্গঠনে উচ্চক্ষমতাসম্পন্ন বিলাসবহুল মোটরগাড়ি ও জীপ এবং ঝাড়বাতি ও লাইট ফিটিংস আমদানিতে সম্পূরক শুল্ক আরোপের মাধ্যমে মোট করভার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।'

তবে, নসিমন করিমনের মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহনের ব্যবহার কমাতে মাইক্রোবাসকে বিকল্প গণপরিবহন হিসেবে উৎসাহিত করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এ জন্য মাইক্রোবাস আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব দেন তিনি। এ ছাড়া পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করতে হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্কহারের পুনর্বিন্যাস করা হয়েছে।

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

12m ago