স্টার্টআপে বিশেষ প্রণোদনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য স্টার্টআপ উদ্যোগকে বিশেষ প্রণোদণার মাধ্যমে সম্প্রসারিত করা প্রয়োজন জানিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কেবল আয়কর রিটার্ন জমা ছাড়া সব ধরনের রিপোর্টিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য স্টার্টআপ উদ্যোগকে বিশেষ প্রণোদণার মাধ্যমে সম্প্রসারিত করা প্রয়োজন জানিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কেবল আয়কর রিটার্ন জমা ছাড়া সব ধরনের রিপোর্টিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া স্টার্টআপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয় করতে পারবে।

আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

টার্নওভার করহার দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে দশমিক ১ শতাংশ রাখা হয়েছে।

উদ্যোক্তাদের জন্য ব্যয় সংক্রান্ত বিধি-নিষেধও প্রত্যাহার করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

Comments