মোবাইল ব্যাংকিংয়ে ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার

মোবাইল ব্যাংকিংয়ের একটি অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা লেনদেন করা যাবে।
bangladesh bank logo

মোবাইল ব্যাংকিংয়ের একটি অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কোনো সীমা নির্ধারণ করেনি।

এ কারণে ক্যাশআউটের সীমা অনুযায়ী এমএফএস অ্যাকাউন্ট থেকে এতদিন দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতেন ব্যবহারকারীরা।

আজকের এ বিজ্ঞপ্তির পর এই বিভ্রান্তি দূর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন।

Comments