ই-নামজারি: প্রথম ২ দিনে অনলাইনে ৭৭ লাখ টাকা রাজস্ব আদায়

জমির নামজারির ফি অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক করার পর প্রথম ২ দিনে প্রায় ৭৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
ছবি: সংগৃহীত

জমির নামজারির ফি অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক করার পর প্রথম ২ দিনে প্রায় ৭৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

গতকাল শনিবার থেকে আজ রোববার বিকেল ৩টা পর্যন্ত জমির নামজারি ফি বাবদ অনলাইন পেমেন্টের মাধ্যমে এ টাকা আদায় হয়েছে।

একই সময়ে নামজারির আবেদনের পরিপ্রেক্ষিতে কিউআর-কোড দিয়ে পড়া যায় এমন প্রায় ৬ হাজার ২০০টি ডুপ্লিকেট কার্বন রশিদ (ডিসিআর) ইস্যু করা হয়। এর বিপরীতে আদায় হয়েছে ৬৯ লাখ টাকা।

এছাড়া প্রায় ১১ হাজার ৫০০টি নতুন আবেদন জমা পড়েছে এবং এর বিপরীতে সরকারের আয় হয়েছে প্রায় ৮ লাখ টাকা।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নামজারি ও আবেদনের ফি মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বরের পর ই-নামজারির ফি নগদ অর্থে পরিশোধ না করে অনলাইনে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।

আবেদন জমা দেওয়ার পরে নামজারির জন্য সর্বোচ্চ ২৮ কার্যদিবস লাগছে। তবে প্রবাসীরা ৯-১২ কার্যদিবসের মধ্যে এ সেবা পাবেন।

ভূমি মন্ত্রণালয়ে প্রতি বছর গড়ে ২২-২৫ লাখ নামজারির আবেদন জমা পড়ে।

নামজারির জন্য মোট ১ হাজার ১৭০ টাকা দিতে হয়। এর মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ ইস্যু ফি ৫০ টাকা, রেকর্ড রিভিশন ফি ১ হাজার টাকা ও লেজার ফি ১০০ টাকা বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।

Comments