অভিনয় জীবনের ৫০ বছরে নায়ক আলমগীর

চিত্রনায়ক আলমগীর। ছবি: সংগৃহীত

চিরসবুজ নায়ক আলমগীরের অভিনয় জীবন ৫০ বছরে পা দিতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।

১৯৭২ সালের ২৪ জুন আলমগীর কুমকুম পরিচালিত 'আমার জন্মভূমি' চলচ্চিত্রের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি।

বিশেষ এ দিনে মাছরাঙা টেলিভিশনের 'রাঙা সকাল' অনুষ্ঠানের বিশেষ পর্বে হাজির হচ্ছেন অভিনেতা আলমগীর।

নায়ক আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সিনেমা খাই, সিনেমা পান করি, সিনেমাতে ঘুমাই, সিনেমাই আমার সব।'

মুক্তিযুদ্ধভিত্তিক 'আমার জন্মভূমি' এবং 'দস্যুরানী' নামের দুটি ছবি একসাথে মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে।

তিনি বলেন, 'মাত্র ২২ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। আমার মুঠোফোনের ওয়ালপেপারে সবসময়ই "আমার জন্মভূমি"র স্থিরচিত্র রাখা থাকে। আজও চলচ্চিত্রের সঙ্গেই আছি। কিন্তু এখনো সুঅভিনেতা হতে পারিনি।'

'শিল্পী হওয়া এত সহজ নয়। অভিনয়ে পূর্ণমান ১০০ তে নিজেকে পাস মার্কস দিতে রাজি। এর বেশি নয়,' বলেন তিনি।

৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আজীবন সম্মাননা পদক পাওয়ার রেকর্ড নায়ক আলমগীরেরই আছে।

১৯৮৫ সালে প্রথম 'মা ও ছেলে' চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ১৯৮৯ থেকে ১৯৯২ টানা ৪ বছর শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নতুন এক রেকর্ড গড়েছিলেন তিনি, যা আজও কেউ ভাঙতে পারেনি।

'রাঙা সকাল' অনুষ্ঠানের বিশেষ পর্বটি আগামীকাল শুক্রবার সকাল ৭টায় প্রচারিত হবে। এটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago