কুয়াকাটায় ‘বলি’র শুটিংয়ে চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরীর কাছে দর্শকদের প্রত্যাশা ব্যতিক্রমী কিছু। অভিনয় ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এবার চরিত্রের প্রয়োজনে তিনি লুক চেঞ্জ করেছেন। 'বলি' নামের এক ওয়েব ফিল্মে তাকে এই লুকে দেখা যাবে।
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব ফিল্মটির জন্যে চঞ্চল চৌধুরী কুয়াকাটায় শুটিং করছেন। সেখানে সাগরপাড়ে তিনি টানা ১০ দিন শুটিং করবেন।
চঞ্চল চৌধুরী গতকাল শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি একটি ভিন্ন জনপদের গল্প। এর কারণেই লুক চেঞ্জ করেছি। এটুকু বলতে পারি আমাকে এখানে নতুন রূপে দেখা যাবে।'
তিনি আরও বলেন, 'চরিত্রের প্রয়োজনে অনেকবার লুক চেঞ্জ করতে হয়েছে। 'দেবী' সিনেমায় মিসির আলী চরিত্রটি করার সময় লুক চেঞ্জ করেছিলাম। 'আয়নাবাজি'র সময় লুক চেঞ্জ করেছিলাম। দর্শকরা গ্রহণ করেছিলেন। এবার 'বলি'র জন্যে লুক চেঞ্জ করলাম। আমার বিশ্বাস এটাও দর্শকরা গ্রহণ করবেন।'
'নতুন লুকের চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। একটু চমক থাকুক,' যোগ করেন তিনি।
সাগরপড়ে শুটিং করার প্রসঙ্গ তুলতেই চঞ্চল চৌধুরী বলেন, 'এর আগে "হাওয়া" সিনেমার জন্যে সমুদ্রে টানা ২০-২২ দিন শুটিং করেছিলাম। এটি মুক্তির অপেক্ষায় আছে। এবার "বলি"র জন্যে কুয়াকাটায় সাগরপাড়ে শুটিং করছি। অন্যরকম অনুভূতি কাজ করছে।'
শিল্পীর প্রত্যাশা কি মেটে? জবাবে তিনি বলেন, 'প্রকৃত শিল্পীর প্রত্যাশা মেটে না। তারপরও একজন শিল্পী প্রত্যাশা মেটানোর জন্য নানা রকমের চরিত্রে অভিনয় করেন। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেন। তৃপ্তি খোঁজে বেড়ান। আমিও তাই করছি।'
হইচই'র নতুন প্রজেক্ট 'বলি' ওয়েব ফিল্মের কাজটি কতটা চ্যালেঞ্জিং? উত্তরে চঞ্চল চৌধুরী বলেন, 'অনেক চ্যালেঞ্জিং।'
অন্য দিকে, 'রূপকথা নয়' নামের নতুন একটি ওয়েব সিরিয়ালের প্রথম লটের শুটিং সম্প্রতি শেষ করেছেন চঞ্চল চৌধুরী। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
অমিতাভ রেজা পরিচালিত 'মুন্সিগিরি' ওয়েব ফিল্মের প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে সম্প্রতি। এখানে চঞ্চল অভিনয় করেছেন একজন ডিবি কর্মকর্তার চরিত্রে।
ওয়েব ফিল্মেই বেশি ব্যস্ত দেখা যাচ্ছে আপনাকে? জবাবে চঞ্চল চৌধুরী বলেন, 'ওটিটি আসার পর ফিল্মের আমেজে কাজ হচ্ছে। বাজেট বেশি। সময়ও বেশি। ফিল্মের মতো করেই এখানে কাজ হচ্ছে।'
Comments