চিরকুমার সংঘ সংস্করণ-২০২২

ছবি: সংগৃহীত

প্রায় ১৫ বছর আগে 'চিরকুমার সংঘ' নাটক পরিচালনা করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রেমবঞ্চিত এক কলোনির যুবকদের মজার কাহিনির কারণে দর্শকরা নাটকটি পছন্দ করেছিল।

আসছে ঈদুল আজহায় 'চিরকুমার সংঘ সংস্করণ-২০২২' নাটক নির্মিত হয়েছে। এটি বাংলাভিশন ও 'সিনেমাওয়ালা' ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

'চিরকুমার সংঘ সংস্করণ-২০২২' নাটকে এবার অভিনয় করেছেন সামিরা খান মাহী, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান, জামিল হোসাইন, কচি খন্দকার, সোহেল খানসহ অনেকেই।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাটকটি মূলত হাসির। সিরিয়াস হওয়ার মতো কিছু থাকবে না। দর্শকরা আনন্দ পাবেন।'

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago